রাশিমুল হক রিমন, বরগুনা প্রতিনিধি
আমতলীতে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বায়েজিদ হাওলাদার (২২) ও রিফাত হাওলাদার (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। শনিবার রাত ৯ টায় উপজেলার চুনাখালীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আমতলী থানার ওসি আরিফুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার চুনাখালি মাহাবুব হাওলাদার বাড়ির সামনে থেকে মাদক ব্যবসায়ী উপজেলার চুনাখালি গ্রামের পিকু হাওলাদারের ছেলে রিফাত ও একই গ্রামে আলী হোসেন হাওলাদার এর ছেলে বায়েজিদ এর কাছ থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। বরিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এ জাতীয় আরো খবর..