মোঃ মুনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল এ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, জীবনী শীর্ষক কুইজ ও রচনা প্রতিযোগিতার এবং দোয়া কামনার মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মরণে সরাইল উপজেলা বিটঘর গণহত্যায় শাহাদাত বরণকারী শহীদদের পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, এতে বক্তব্য রাখেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নানু প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ বুদ্ধিজীবীদের জীবনী শীর্ষক আলোচনা, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এছাড়াও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্থানীয় সকল উপাসনালয়ে বিশেষ দোয়া করা হয়।
এ জাতীয় আরো খবর..