ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল দশটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে উপজেলায় বাল্যবিবাহ নিয়ন্ত্রণ, নারী নির্যাতন প্রতিরোধ, ভূমি দখল, মাদক নিয়ন্ত্রণ, পলেথিন ব্যবহার রোধসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ স্বপন কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবউন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খোন্দকার মাক্বামাম মাহমুদা, বিজিবি ও ধামইরহাট থানা প্রতিনিধি, অগ্নি নির্বাপন প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
এ জাতীয় আরো খবর..