ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও নারী জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর একটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক অফিসার খোন্দকার মাক্বামাম মাহমুদার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান উপজেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সফল অর্জনকারী নারী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী, সমাজ উন্নয়নে অসামন্য অবদান ও সফল নারী জননী হিসেবে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে নির্বাচিত পাঁচজন জয়ীতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনছুর আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, ধামইরহাট এপি ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলীন মিতু কোরাইয়া, শারমিন আক্তার সুরভী প্রমুখ।
এ জাতীয় আরো খবর..