এম সাহাবউদ্দিন সাবু, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা প্রতিনিধি: মাটি কাটা নিয়ে দেবরের কোদালের কোপে ভাবী খালেদা বেগম (৪০) গুরুতর আহত হয়ে মুমুর্ষ অবস্থায় এখন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু প্রহর গুনছে।
বুধবার দুপুরে আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের কুলাইরচর নামক গ্রামে এ ঘটনা ঘটে। আহত খালেদার স্বামী ইলিয়াস হাওলাদার মালেয়েশিয়া প্রবাসী। জানা গেছে, বুধবার দুপুরের সময় মালয়েশিয়া প্রবাসী ইলিয়াস হাওলাদারের স্ত্রী খালেদা বেগম (৪০) বাড়ির ভিতরে গাছ লাগানোর জন্য কোদাল দিয়ে মাটি কাটছিলেন।
এসময় তার দেবর দিদার হাওলাদার মাটি কাটতে বাঁধা দেন এ নিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে দেবর দিদার হাওলাদার ভাবীর হাত থেকে মাটি কাটার কোদাল ছিনিয়ে নিয়ে তার মাথায় কোপ দেন।
এতে খালেদা বেগমের মাথার বাম পাশের খুলি কেটে ভিতরে ঢুকে যায়। এসময় খালেদা বেগম রক্তাত্ব অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরেন। খবর পেয়ে স্বজনরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেঃবাঃমেঃকলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আহত খালেদা কেগমের মেয়ে তন্নি বেগম সোনালী কণ্ঠকে বলেন, আমার চাচা দিদার হাওলাদার আমার মাকে যে ভাবে কোদাল দিয়ে কুপিয়ে মাথার খুলি ভেঙ্গে ফেলেছে। সে বাঁচবে কিনা এখনো বলতে পারছি না।
আমি এঘটনার বিচার চাই। অভিযুক্ত দেবর কোদল দিয়ে কোপানোর কথা স্বীকার করে বলেন, আমার অংশের মাটি কেটে নিয়ে যাচ্ছিল তাই এঘটনার সৃষ্টি হয়েছে। আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তানভির শাহরিয়ার বলেন, খালেদা বেগমের মাথায় কোদালের কোপ রয়েছে।
তাকে উন্নদত চিকিৎসার জন্য বরিশাল শেঃবাঃমেঃ কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি তদন্ত মো. আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মামলার পর তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
ছবির সংগৃহীত
এ জাতীয় আরো খবর..