মোঃ সুমন, নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি:
ঢাকা দোহার উপজেলায় মঙ্গলবার মাহমুদপুর ইউনিয়নের মৈনট ঘাট সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসন দিনব্যাপী
আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় পদ্মা নদী তীরবর্তী এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অভিযোগে জড়িত থাকায় ১ লাখ টাকা জরিমানা প্রদান করে তাৎক্ষনিক আদায় করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান গনমাধ্যমকে নিশ্চিত করেন।
দোহার উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী মহল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনট ঘাট সংলগ্ন
পদ্মা নদী তীরবর্তী এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে সর্বসাধারণের ব্যবহার্য সড়ক এবং সরকারি জমিতে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি করে আসছে। এমন অভিযোগেন ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ০২ জনকে১ লাখ টাকা জরিমানা প্রদান করে তাৎক্ষনিক আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান গনমাধ্যমকে বলেন, নদীর ভূ- প্রকৃতিক পরিবেশ, মৎস্য ও জলজ প্রাণী তথা জীববৈচিত্র সংরক্ষণ ও জনস্বার্থে দোহার উপজেলার আওতাভুক্ত পদ্মা নদী ও তীরবর্তী এলাকায় নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনাকালে দোহার থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। সকলকে পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে উদ্বুদ্ধ করা হয় বলেও জানান তিনি।
এ জাতীয় আরো খবর..