মোহাম্মদ মোবারক হোসেন মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ, ইউপি সদস্য গ্রেফতারমানিকগঞ্জ সদরের কৃষ্ণপুর ইউনিয়নে ওয়ার্ড জামায়াতের আমির সোলায়মান হোসেনের ওপর হামলার প্রতিবাদে সোমবার কৃষ্ণপুর বাজারে বিক্ষোভ ও সামাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতের আমির ফজলুল হক, সেক্রেটারি সালাউদ্দিন ও জেলা ঈমাম পরিষদের সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম খান প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি করেন। এদিকে এ ঘটনায় অভিযুক্ত কৃষ্ণপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য তাইজুদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, রোববার বিকালে তাইজুদ্দিন মোল্লার নেতৃত্বে জামায়াত নেতা সোলায়মান হোসেনকে মাদ্রাসায় ছাত্র ভর্তির কথা বলে ডেকে নিয়ে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই জামায়াত নেতার স্ত্রী বাদী হয়ে ইউপি সদস্য তাইজুদ্দিন মোল্লা, রিফাত, সজল, তারেক, স্বপন ও জাসদ নেতা সোলায়মান খানসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা করেন।
এ জাতীয় আরো খবর..