মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ০৩ জানুয়ারি ২০২৫ তারিখে সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত
এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর আবাসিক শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে প্রায় ৭০০ (সাতশ) টি কম্বল বিতরণ করা হয়।
এ সময়ে যথাক্রমে নওগাঁ সদরের চক রামচন্দ্র উত্তরপাড়া হামিদুর রহমান বেসরকারি শিশু সদন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দপ্তরীপাড়া মাদ্রাসা, দুবলহাটি কাওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং ও মধ্যদুর্গাপুর গ্রামে জাবালে নূর হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর আবাসিক শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে প্রায় ৭০০ (সাতশ) টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের সময় নওগাঁ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব এ এইচ ইরফান উদ্দিন আহমেদ,নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম রবিন শীষ, জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, বর্তমানে প্রচন্ড শীত পড়েছে। আমরা সাত শতাধিক অসহায় ও এতিমদের মধ্যে কম্বল বিতরণ করেছি। অসহায় মানুষ যাতে শীতে কষ্ট না করে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো কম্বল বিতরণ করা হবে।
এ জাতীয় আরো খবর..