ওমর ফারুক ( নাগেশ্বরী প্রতিনিধি)
কুড়িগ্রাম জেলাধীন নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের কমলার কুটি গ্রামের সুইচগেট এলাকা রায়গঞ্জ ইউনিয়নের বিভিন্ন যায়গা থেকে আসা মাদক সেবিদের অভয়ারহ্নে পরিনত হয়েছে।
সরেজমিন খোঁজ নিয়ে প্রতিবেদক জানতে পারে উল্লেখিত রায়গঞ্জ ইউনিয়নের কমলার কুটির সুইচগেট এলাকায় সন্ধার কিছু পর থেকেই শুরু হয় মাদক সেবিদের আনাগোনা, গভীর রাত পর্যন্ত চলে তাদের আড্ডা ও পদচারনা। নাম প্রকাশে অনিচ্ছুক অত্র এলাকার কয়েকজন জানান যারা সন্ধার পর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত কিছু তুষ্ট ও খারাপ মানুষ এখানে এসে মাদক গ্রহন করেন তাদের বেশিরভাগ লোকজনই প্রভাবশালী ও দুষ্ট প্রকৃতির হওয়ায় এলাকাবাসি মানুষজন মাদক সেবিদের অত্যাচারে অতিষ্ঠ কিন্তু এলাকার মানুষজন মাদকাসক্তদের কিছু বলতে গেলেই তাদের উপর নেমে আসে অত্যাচার, তাই এলাকাবাসি সবকিছু জেনে ও দেখেও ঐসকল মাদক সেবিদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করতে পারে না। ইতিপূর্বে দু একজন এলাকাবাসি প্রতিবাদ করতে গেলেও মাদক সেবিদের অত্যাচার ও ভয়ভিতি প্রদর্শনের কারনে এখন সবাই নিরব ভুমিকা পালন করেন।
রায়গঞ্জ ইউনিয়নের কমলার কুটি ও সুইচগেট এলাকার মানুষ এতোটাই ভয়ে থাকেন যে তারা প্রতিবেদক এর কাছে মাদক সেবিদের নাম প্রকাশ করতেও ভয় পায়। অনেকভাবে চেষ্টা করেও মাদক সেবিদের নাম জানা যায়নি। তবে প্রতিবেদক সরেজমিন গিয়ে দেখতে পায় এলাকাটি খুবই রিমুট হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ থাকায় পুলিশ প্রশাসনের পক্ষে রাতের বেলায় সেখানে গিয়ে অভিযান পরিচালনা করা অত্যন্ত কঠিন, তবুও এলাকাবাসির দাবী প্রশাসন যেনো খুব দ্রুতই যথাযথ ব্যবস্থা গ্রহন করে মাদক সেবিদের অত্যাচার থেকে তাদেরকে রক্ষা করেন এবং এলাকার শান্তি ফিরিয়ে দেন।
এ জাতীয় আরো খবর..