×
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ৪৬ বার পঠিত
মোঃ সোহেল রানা 
রাজশাহী ব্যুরো চীফ

স্লোগানের মাধ্যমে শেষ হলো রাজশাহীতে শ্রমিক দলের কর্মী সভা”


সারা দেশে ও রাজশাহী জেলা ও মহানগরে ২ দিন ব্যাপি “বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের” সাংগঠনিক কর্মী সভার শেষ দিন আজ ৩০ শে নভেম্বর ২০২৪। 


অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীর সিএন্ডবির মোড়, জেলা পরিষদ মিলনায়তন মনি রাজাক ভবনে, বেলা ২:০০ টা থেকে সেখানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও থানা থেকে  শ্রমিক দলের  ব্যানার হাতে উচ্চ কন্ঠে “দুনিয়ার মজলুম এক হও এক হও”  স্লোগানে দলে দলে যোগদান করেন। 


সেখানে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক ও প্রধান অতিথি এ্যাড. সৈয়দ শাহিন শওকত ও কেন্দ্রীয় কমিটির, যুব বিষয়ক সম্পাদক ও প্রধান বক্তা মোঃ খোরশেদ আলম সহ উপস্থিত নেতাকর্মীবৃন্দ। 


বক্তব্যঃ 

বক্তৃতায় বলেন আমাদের দেশের পায় সাড়ে ৭ কোটি শমিকরা এক সাথে লড়াই করে ফ্যাসিবাদি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করে, শ্রমিক দলের কর্মীরা আনদোলনের মাধ্যমে দেশকে মুক্ত করেছে, তারেক রহমানের নেতৃত্বে খুনি হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে, দেশকে স্বৈরাচারী সরকারের হাত থেকে রক্ষা করেছে, দেশকে নতুন করে স্বাধীন করতে শ্রমিক দলের ভূমিকা অপরিসীম। এখনো এ দেশ স্বাধীন হয়নি স্বৈরাচারের জড়-গোষ্ঠী এখনো দেশে আছে। 


নেতাকর্মীরা আরো বলেন এখন সবাই কে এক সাথে কাজ করে বিএনপিকে ক্ষমতায় এনে, তারেক জিয়াকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকারবদ্ধ করে। সেই সাথে শ্রমিকদলকে শক্তিশালী ও তাদের হারানো অধিকারী  ফিরিয়ে পাওয়ার জন্য এক সাথে প্রতিশ্রুতি বদ্ধ হয়। 

দেশ গঠনে শ্রমিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম, কিন্তু সেই শ্রমিক  দল এখনও অবহেলিত তাই বিএনপিকে আগামী নির্বাচনে জয়ী করতে শ্রমিক দলকে এক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই এবং পূর্ণ মর্যাদা পাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়। 


আরো বলে আওয়ামী লীগ সহ দেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা নিজেদেরকে বাঁচানোর জন্য বিএনপি, ছাত্রদল ও শ্রমিক দলে যোগ দিচ্ছে, বিএনপির ছত্রছায়ায় নিজেদেরকে বাঁচাতে চাচ্ছে। এই সকল কার্যকলাপে বিএনপির বেশ কিছু অসাধু নেতা ও কর্মী সহযোগিতা করছে, তাদের প্রতি কড়া হুশিয়ার দেন। আরো বলে এখন দলের সিনিয়ারিটি মানা হচ্ছে না, জুনিয়র লোক দলের গুরুত্বপূর্ণ পদে বসানোর পায়তারা চলছে, এই রাজশাহীতে তা হতে দেওয়া হবেনা।


নেতা কর্মীরা সকলের উদ্দেশ্যে জানান, ডিসেম্বর ২০২৪ এর মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন, বলে অনুষ্ঠানকে স্লোগান মুখরিত করে “তারেক রহমান বিরের বেশে, আসবে আবার ফিরে দেশে”। আরো দলের নেতাকর্মীরা বক্তব্যের মাধ্যমে রাজশাহী ও মহানগরের শ্রমিকদলের কর্মী সভা শেষ করেন 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat