এহসানুল মাহবুব সাজিদ
প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর):
দেওয়ানগঞ্জের ইসলাম প্রিয় তৌহিদি জনতা হিন্দুত্ববাদী সংগঠন ইসকন'কে নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল করেছে । বৃহস্পতিবার বাদ আসর। বিক্ষোভ মিছিলটি দেওয়ানগঞ্জ কমিল মাদ্রাসা হতে বের হয়ে পৌর বাজার প্রদক্ষিণ করে মডেল থানার সামনে সমবেত হয়। এরপর তৌহিদী জনতা পথসভা করেন।
বিক্ষোভ সমাবেশে ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমির মো. মাহবুবুর রহমান তালুকদার, এসিসটেন্ট সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি গোলাম মোর্শেদ, সাবেক সাধারণ সম্পাদক আরিফ খাঁন রাসেল, জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মো. মঞ্জু হোসেন সহ মুফতি সোয়াইব হাসান, মুফতি আকরামুজ্জামান, ইশা ছাত্র আন্দোলনের নেতা তরিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্রনেতা সোহেল রানা,সৌরভ হাসান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ইসকন'কে নিষিদ্ধ করতে হবে। এই দাবি শুধু দেওয়ানগঞ্জবাসীর দাবি নয়। সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের দাবি। উগ্রবাদীর কারণে বিশ্বের দশটি দেশে ইসকন নিষিদ্ধ হয়েছে । তাই বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে।
চট্টগ্রাম জর্জ কোর্টের উকিল মো. সাইফুল ইসলাম আলিফ'কে নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
এ জাতীয় আরো খবর..