নুরুল ইসলাম, রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মেহগনি বাগানের শুকনা পাতার স্তুপের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরসি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুরশি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে মোঃ ইব্রাহিম মুন্সির মেহগনি বাগান থেকে পরিত্যক্ত বস্তার মধ্য থেকে দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হশেছে।
বস্তা বন্দী পরিত্যাক্ত দেশীয় তৈরি ২টি রামদা, একটি রড দিয়ে তৈরি চাইনিজ কুড়াল ও একটি হাফ পাউন্ড ওজনের হাতুড়ি উদ্ধার হয়েছে।
জানা যায়, কুরশি প্রাথমিক বিদ্যালয় এর সামনে মোঃ ইব্রাহিম মুন্সির মেহগনি বাগানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলা করতে গেলে সেখানে শুকনো পাতার স্তুপের মধ্যে একটি প্লাস্টিকের বস্তা দেখতে পেয়ে টেনে বের করে। বস্তা খুলে অস্ত্রগুলো দেখতে পেয়ে স্থানীয় মুরুব্বিদের জানায়। তাৎক্ষণিক স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস কে অবহিত করলে তিনি বালিয়াকান্দি থানাকে ঘটনার বিষয়ে সংবাদ দেয়। পরে বালিয়াকান্দি থানার এস আই অমল কুমার সিং ঘটনাস্থলে এসে কাঠের বাট বিশিষ্ট ২টি রাম দা, স্টিলের বাট বিশিষ্ট ১টি চাইনিজ কুড়াল ও ১টি হাতুড়ি উদ্ধার করে।
স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গত ২২ নভেম্বর শুক্রবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোঃ মোবারক খাঁ এবং মোতাহার খাঁ এর সঙ্গে আনন্দবাজারে বিচার সালিশের সময় কথা কাটাকাটির একপর্যায়ে সালিশ বানচাল হয়। পরে ঐদিন রাতে মোতাহার খাঁ'র লোকজন এসে মোবারক খাঁ'র বাড়িতে হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছিল বলেও জানায় এলাকাবাসী। ওই রাত্রে হামলাকারীরা অস্ত্রগুলো এলাকায় ঢুকাতে পারে বলে সন্দেহ করছে অনেকেই।
এ বিষয়ে বালিয়াকান্দি থানায় এসআই অমল কুমার সিং জানান, পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার মামলা হবে বলে জানায়।
এ জাতীয় আরো খবর..