এএসএম হারুন
খালেদা জিয়ার গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফুলগাজী উপজেলা বিএনপির আয়োজনে বুধবার ২০'ই নভেম্বর দুপুর ১২ টার দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়িতে এ উপকরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিন বিএনপি'র আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
এসময় মির্জা ফখরুল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দীর্ঘদিনের কারা নির্যাতনের বর্ণনা দিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এছাড়াও সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ রাজনৈতিক সুযোগ দেওয়ার বিষয় নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের পূর্ণবাসনের বিষয়টি সঠিক নয়, মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। কোন দল রাজনীতি করবে সেটি বিএনপির দেখার বিষয় নয়, সেটি সিদ্ধান্ত দিবে জনগন ও কতৃপক্ষ। এই যাবৎ কালে সকল হত্যাকান্ডের ঘটনায় শেখ হাসিনা'সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি।
এ জাতীয় আরো খবর..