×
সদ্য প্রাপ্ত:
উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ আমরা যেন সমালোচকদের কণ্ঠরোধ না করি: প্রেস সচিব নিউ বসুন্ধরার অর্থ আত্মসাৎ, গ্রাহকের ৮১ কোটি টাকা ফেরতের দাবি —খুলনা জেলা প্রশাসক নিকট স্মারকলিপি প্রদান পুলিশের নতুন আইজিপি বাহারুল আলম কেসিসি’র অপসারিত কাউন্সিলর ডনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা আমতলীতে বিএনপি অফিসে হামলা ও ভাংচুর। বাঁধা দেয়ায় ২ জনকে কুপিয়ে জখম আ.লীগ রাজনীতি করবে কি না ঠিক করবে দেশের জনগণ ফেনীতে :মির্জা ফখরুল আওয়ামী লীগ'কে পূর্নবাসনের সুযোগ দিব, এটি সঠিক নয়- ফেনীতে মির্জা ফখরুল। এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের মেয়াদ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি পুলিশে নিয়োগ দুর্নীতি মামলায় ডিআইজি সুব্রত কুমার কারাগারে ।
  • প্রকাশিত : ২০২৪-১১-১৭
  • ১৮ বার পঠিত

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৪ (বাসস) : রাশিয়ার নির্বাসিত বিরোধী দল মস্কোর ইউক্রেন আক্রমণের প্রতিবাদে রোববার বার্লিনে প্রথমবারের মতো বড় ধরনের প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করতে যাচ্ছে। বার্লিন থেকে এএফপি এখবর জানায়। 

ক্রেমলিন সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ায় যে কোনও বিরোধী রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করেছে এবং বিরোধী দলের সদস্যদের ওপর কঠোর দমনপীড়নের পাশাপাশি হাজার হাজার ভিন্ন মতাবলম্বীকে কারারুদ্ধ করে রেখেছে।  

 ভ্লাদিমির পুতিন প্রায় ২৫ বছর ধরে ক্ষমতায় আছেন। তার সমস্ত রাজনৈতিক প্রতিপক্ষ এখন মৃত, কারাগারে বন্দি বা নির্বাসিত। ফেব্রুয়ারিতে রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনি মারা গেছেন। পুতিনের অন্যতম প্রধান এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রহস্যজনক পরিস্থিতিতে একটি আর্কটিক কারাগারে মারা যান। তার বিধবা স্ত্রী ইউলিয়া নাভালনায়া আসন্ন যুদ্ধবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক। 

দেশে পুতিনের বিরুদ্ধে কর্মসূচি দিতে না পারা বিরোধীরা বিদেশে পুনরায় পুতিন বিরোধী আন্দোলন শুরু করেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের আগ্রাসনের পরপরই কয়েক হাজার রাশিয়ান পালিয়ে যায়। বার্লিনকে এই আন্দোলনের প্রধান স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছে। বার্লিনে হাজার হাজার পুতিন-বিরোধী রাশিয়ান ও ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিয়েছে। 

বিক্ষোভ-মিছিলটির জার্মান রাজধানীর কেন্দ্রে গ্রিনিচ মান সময় ১৩০০টায় শুরু হবে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রুশ দূতাবাসের বাইরে গিয়ে শেষ হবে। নাভালনায়া সমাবেশের জন্য অন্য দুই বিরোধীদের সাথে যোগ দিচ্ছেন-প্রাক্তন মস্কো সিটি কাউন্সিলর ও দীর্ঘদিনের পুতিন বিরোধী প্রচারক ইলিয়া ইয়াশিন। এছাড়া, এতে ভ্লাদিমির কারা-মুর্জাও যোগ দিবেন। তাকে দুই বার বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিল। ইউক্রেন আক্রমণের নিন্দা ও সমালোচনা করার কারণে ইয়াশিন ও কারা-মুর্জা উভয়কেই কারাগারে পাঠানো হয়েছিল। চলতি গ্রীষ্ম মৌসুমে পশ্চিমাদের সঙ্গে বন্দী-বিনিময়ের মাধ্যমে এই দুই নেতা মুক্তি পান।

আয়োজকরা এক বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের আগ্রাসনমূলক যুদ্ধনীতি ও রাশিয়ায় রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন, তাদের সবাইকে একত্রিত করা এই পদযাত্রার লক্ষ্য।’

বিরোধী দল বলছে, তাদের তিনটি প্রধান দাবি রয়েছে- ইউক্রেন থেকে ‘অবিলম্বে রুশ সেনা প্রত্যাহার’, ‘যুদ্ধাপরাধী’ হিসাবে পুতিনের বিচার ও রাশিয়ায় সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি। 

আসন্ন এই কর্মসূচি পুতিন বিরোধী আন্দোলনকে পুনরিজ্জিবিত করার প্রাথমিক ধাপ হিসাবেও দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat