এমরান হোসেন, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা নেওয়ার পর ৪ শিক্ষার্থী গুরুত্ব অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য লক্ষীপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন এরপর গুরুতর অসুস্থ দেখে পরের দিন শুক্রবার ঢাকা গ্রীন রোড নিউ লাইভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ ছাত্রীরা হলেন, কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী ফারুহা মাহমুদা( ১৪), মাইশা ইসলাম( ১৪), মাইনুলা রহমান মুনতাহা (১৪), রুবাইয়া হোসেন ইসলাম রাহা (১৪)।
ছাত্রী ফারিহা মাহমুদার পিতা: সফিকুল ইসলাম জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ এবং মেডিকেল কর্তৃপক্ষের অভহেলা জনিত কারণে আজ আমাদের সন্তানেরা মৃত্যুর মুখোমুখি । গত শনিবার থেকে তিনজন রোগী আইসিইউ-তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। টিকা দেওয়ার ক্ষেত্রে ছাত্রীদের জন্ম নিবন্ধন দেখে রেজিস্ট্রেশন করা হলেও নিয়ম না মেনে স্বাস্থ্য সহকারীগন টিকা প্রদান করেন।বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা, অসহযোগিতা এ দায়ভারকেনিবে আমি তাদের উপযুক্ত বিচার চাই।
গত বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর ২০২৪) কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে বলে জানান ওই বিদ্যালয়ের শিক্ষক সাহাদাত হোসেন।
এ বিষয়ে সোমবার ৫ নভেম্বর রায়পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: বাহার উদ্দিন জানিয়েছেন সাইকোলজি প্রবলেমের কারণে, এবং ভয়,ভীতি পাওয়া কিছু ছাত্রী অসুস্থ হয়েছে, আমাদের জরায়ুমুখ ক্যান্সারের টিকা এখনো বর্তমান চলমান রয়েছে, সারা দেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে ভয়ভীতি পাওয়ার কোন কারণ নেই, করোনা টিকা দেওয়ার সময় এরকম কিছু ঘটনা ঘটেছে ।
এ জাতীয় আরো খবর..