রানা আহাম্মেদ, গাইবান্ধা প্রতিনিধি:
শুক্রবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা গোবিন্দপুর গ্রামে স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীরও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।
নিহতরা হলেন কাসেদ আলী (৪৫) ও তাঁর স্ত্রী আলেমা বেগম। স্থানীয়দের বরাত দিয়ে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘কাসেদ ও আলেমা সকাল থেকে বাড়ি থেকে কিছুটা দূরে একটি বিলে তাদের আমনের জমিতে নিড়ানির কাজ করছিলেন। বেলা ১১ঃ০০ টা থেকে ১২:০০ টার দিকে প্রচন্ড তাপদহ ও গরমে অতিষ্ঠ হয়ে কাসেদের স্ত্রী তাদের জমির পাশে শেচ পাম্পের টিন আবৃত একটি ঘরে বিশ্রাম নেওয়ার জন্য যান। শেচ পাম্পের ঘরে টিনের বেড়াই হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন।সে সময় বিদ্যুৎ ছিল না। হঠাৎ বিদ্যুৎ এলে টিনের সঙ্গে থাকা আলেমা বিদ্যুৎস্পর্শিত হন। এ সময় তাঁর চিৎকার শুনে বাঁচাতে যান কাসেদ। তিনি আরো জানান বিলটি নির্জন হয় তাদের চিৎকার কেউ শুনতে পারিনি বেলা একটা দিকে স্থানীয় লোকজন তাদের দুজনকে শেচ পাম্পের ঘরের নিকট অচেতন অবস্থায় দেখতে পান। পরে আত্মীয়-স্বজনকে খবর দিলে তাদেরকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয় তবে ধারণা করা হচ্ছে তারা আগেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে ।
সদর থানার ওসি মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কারও কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..