স্বাধীনবাংলা, স্টাফ রির্পোটার:
কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে সৌদি আরব থেকে দেশে ফিরে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কুয়েত সফর শেষে ফিরে সাংবাদিকদের ব্রিফিংকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান না হলে এ অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও ব্রিফিংয়ে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। আব্দুল মোমেন বলেন, সৌদি আরব সরকার জানিয়েছে, দেশে ফিরে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি সুসংবাদ, কারণ সৌদি সরকারের এ সিদ্ধান্তের ফলে অনেকেই এখন সেখানে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।