কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাথায় গুলি করে বাবলু ফারাজী নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে। এছাড়া কুষ্টিয়ার সাবেক তিন সংসদ সদস্য মাহাবুবুল আলম হানিফ, কামারুল আরেফিন ও আব্দুর রউফসহ কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া সদর মডেল থানার ওসি মাহফুজুল হক ও সদর থানার একাধিক এসআই, হানিফের ভাই আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ ১২৬ জনের নামে মামলা করা হয়।
সোমবার (১৯ আগস্ট) বিকালে নিহত বাবুলের ছেলে সুজন মাহমুদ কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে মামলাটি দায়ের করেন। আদালত সূত্র জানায়, বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহরের থানা মোড়ে বাবুলকে গুলি করে হত্যা করা হয়। সে শহরে ফেরি করে গামছা-লুঙ্গি বিক্রি করতেন। বাবুল কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে।
এ জাতীয় আরো খবর..