নাটোর জেলা প্রতিনিধি
নাটোরে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে জখম করার ঘটনায় নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলসহ ৩৮ জনের নামে নাটোর সদর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলা দুটিতে আরও ২০-২৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন এবং জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুটি মামলায় শফিকুল ইসলাম শিমুলের ভাই সাজেদুল আলম সাগর, নাটোর পৌরসভার কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
ফরহাদ আলী দেওয়ান শাহীনের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, চলতি বছরের ১৩ মার্চ দুপুরে আদালতে একটি মামলার হাজিরা শেষে সিংড়া যাওয়ার সময় সদর উপজেলার সড়ক ও জনপথ ভবনের সামনে তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে এজাহার নামীয় আসামি সাগর, জাহিদ, কোয়েল, সেলিম, মিলন, সায়েম হোসেন উজ্বল, খোকন, মলয়, আমিনুল ইসলাম, কানন, সজিব, সবুজ, রাসু, মাহাতাব, সৌমেন, স্বপন, শিহাব, হৃদয়, আলিফ, জনি, সুমন, সুমন মৃধাসহ আরও ১০-১২ জন প্রাইভেট কার ও হাইয়েস গাড়িতে করে এসে তার মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি মারপিট ও গুলি করে ফেলে রেখে যায়।
জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাবের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, গত বছরের ২৯ অক্টোবর মসজিদ থেকে ফজরের নামাজ শেষে নিজ বাড়িতে ফেরার সময় স্টেশন এলাকার মামুন ফার্মেসির সামনে তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে এজাহার নামীয় আসামি সাগর, জাহিদুর, জামিল হোসেন মিলন, সায়েম হোসেন উজ্জ্বল, মলয় কুমার, আমিনুল ইসলাম আজম, কোয়েল, কানন, সেলিম. সজিব, সবুজ, মাহাতাব, সৌমেনসহ আরো ১০-১২জন মোটরসাইকেল নিয়ে এসে তার পথরোধ করে এলোপাতাড়ি মারপিট ও গুলি করে ফেলে রেখে যায়।
অভিযোগপত্র দেওয়ার পরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, আহত হওয়ার পর মামলা করার পরিবেশ ছিল না। মামলা যাতে না করতে পারি এজন্য বাধা দেওয়া হয়েছে। দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলাম, এখন থানায় মামলা দায়ের করলাম। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ অনেককে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
এ জাতীয় আরো খবর..