মোহাম্মদ মিজানুর রহমান, মানিকগন্জ:
১০ আগষ্ট শনিবার সকাল ১১ ঘটিকায় শহীদদের শ্রদ্ধা নিবেদনে বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার অফিসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রেসব্রিফিং অনুষ্ঠিত। বক্তারা বলেন ১৬ বছরের গণতন্ত্রহীন স্বৈরনীতি শাসনের বিরুদ্ধে বড় বিপন্ন, অবক্ষয়ের সময় পার করে ছাত্র জনতার এই মহান বিজয়। বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ এর আত্মার শান্তি কামনা করে সকল শ্রদ্ধাভাজন "শহীদ ভাই বোনেরা" ৫ আগষ্ট সোমবার ২০২৪ খ্রিষ্টাব্দের এই স্বাধীনতা আপনাদের ,এই বিজয়ও বাঙালির , সকল শহীদদের স্মরণে জাতি চিরঋণী, এই মৃত্যু শুধু বুকভাঙা বেদনায় শিহরিত করে না, প্রদীপ্ত করে অমিত তেজ । শহীদদের কোনো মৃত্যু নেই, তোমরা জান্নাত থেকে মহান স্বাধীনতার স্বাদ নিও। দুনিয়ার কোনো মারণাস্ত্র ও ধারালো অস্ত্র দিয়ে দামাল ছেলেদের ধ্বংস করা যায় না। তাঁরা ফিরে আসে নতুন কোনো নামে, নতুন কোনো উদ্যমে , নতুন কোনো রূপে। অন্তবর্তীকালীন সরকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ছাত্র জনতার দাবি কল্যাণকর রাষ্ট্র চাই, সমতার রাষ্ট্র চাই, মুক্তিযুদ্ধের মৌলনীতির রাষ্ট্র চাই, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, তাহলে নতুন বাংলাদেশের সূচনা হবে। তাহলে গড়ে উঠবে দুর্নীতিমুক্ত স্বাধীন বাংলাদেশ।
এ জাতীয় আরো খবর..