×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে নৈরাজ্য সৃষ্টি করে --আমীর খসরু মাহমুদ চৌধুরী শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ। কুড়িগ্রাম জেলায় টি আর সি পুলিশ পদে চুড়ান্ত ফলাফল প্রকাশ। ম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা। সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ৪৪ বার পঠিত
বরগুনা সংবাদদাতা:
বরগুনায় পুলিশের পৃথক পৃথক অভিযানে ০৮ কেজি ৫০০গ্রাম গাঁজা ও ১০(দশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ  ০৩ জন আসামী গ্রেফতার করেছে বরগুনা সদর থানা পুলিশ। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা, এর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায়   ১৩ জুলাই ২০২৪ খ্রিঃ বরগুনা সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে  বরগুনা সদর থানার এসআই (নি:)/মোঃ সোহেল রানা ,এসআই (নি:) মো: হেলাল ,এএসআই (নি:) সুমন দাস ,এএসআই (নি:)মাইনুল হাসান সহ সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা থানাধীন ৮নং বরগুনা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ ক্রোক এলাকা থেকে কাকলী আক্তার ওরফে কলি(৩১) পিতা-শাহআলম, গ্রাম- মাইঠা ,৩নং ওয়ার্ড, বুড়িরচর ইউপি,) উপজেলা/থানা- বরগুনা সদর, জেলা -বরগুনাকে ০৮ কেজি গাঁজা সহ  গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৪ লক্ষ টাকা। একই তারিখ আমতলী এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই/সিদ্দিকুর সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় আমতলী কড়ইবুনিয়া থেকে অলি ওরফে হৃদয়(৩২) পিতা-মতলেব মোল্লা ,স্থায়ী: গ্রাম- সোনাউঠা, উপজেলা/থানা- আমতলী, জেলা -বরগুনাকে ৫০০গ্রাম গাঁজা সহ  গ্রেফতার করা হয়। একই তারিখ বরগুনা সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই (নি:) আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা থানাধীন ২নং গৌরীচন্না ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ দক্ষিন লাকুরতলা ইজগেট সংলগ্ন থেকে হোসাইন (২৪) পিতা-মোঃ বেল্লাল মিয়া, সাং-চন্দ্রা, ৯নং ওয়ার্ড, চাওড়া ইউনিয়ন, থানা-আমতলী, জেলা-বরগুনা, এ/পি-পিটিআই সড়ক, ৫নং ওয়ার্ড, বরগুনা পৌরসভা(জাহিদুল করিম বাবু কমিশনার এর ভাড়াটিয়া বাসা), থানা ও জেলা-বরগুনাকে ১০(দশ) পিচ হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৩ হাজার টাকা। বরগুনা সদর থানার ( ওসি )এ কে এম মিজানুর রহমান বলেন গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বরগুনা সদর থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat