আন্তর্জাতিক নিউজঃ
পাকিস্তানি বাহিনীর ছোড়া গুলিতে তিন ভারতীয় সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১লা অক্টোবর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এনটিভি জানায়, এঘটনায় ভারতও উপযুক্ত জবাব দিয়েছে। তবে, পাকিস্তানি বাহিনীর কেউ হতাহতের শিকার হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
ভারতীয় প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, বুধবার রাতে অস্ত্রবিরতি ভেঙে মানকোট ও কৃষ্ণাঘাটি সেক্টরে গুলি এবং মর্টার হামলা করা হয়। বৃহস্পতিবার উত্তর কাশ্মিরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে পাকিস্তান সেনাবাহিনী মর্টার গুলি চালালে দুই সেনা নিহত ও চার জন আহত হন। আহতদের উদ্ধার করা হয়েছে। গত ৫ই সেপ্টেম্বর রাজৌরির নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনার ছোড়া ভারি মর্টার শেলে এক ভারতীয় সেনা নিহত হন এবং এক অফিসারসহ দুইজন আহত হন বলে কর্মকর্তারা জানান।
গত ২রা সেপ্টেম্বর রাজৌরীর কেরি সেক্টরে পাকিস্তান সেনাবাহিনীর ছোড়া গুলিতে এক জুনিয়র কমিশনড অফিসার নিহত হন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।