ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ পুলিশ মে মাসের মাসিক কল্যাণ সভায় আইজিপি ও পুলিশ সুপার কর্তৃক জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহের সদস্যদের ৭ টি বিভিন্ন পারফরমেন্সের উপর পুরস্কার প্রদান করেন । ১১ জুন মঙ্গলবার সকালে পুলিশ লাইনে এই পুরস্কার ডিবির ওসি ফারুক হোসেন সহ তার টিমের হাতে তুলেদেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুইয়া । গত মার্চ মাসে কোতোয়ালী থানার রাজু হত্যা মামলার ২ জন আসামী, রক্তমাখা জামা, রামদা, চাইনিজ কুড়াল উদ্ধার । ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ/২০২৪ এ পরীক্ষায় প্রতারক চক্রের ১ সদস্যকে গ্রেফতার । চোর চক্রের ৬ সদস্যকে ১টি রিক্সা ও ২টি অটোভ্যানসহ আটক ।গত জানুয়ারী মাসের ঘটনা চক্রের আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার এবং ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার । মে মাসে অভিযান পরচিালনা করে ত্রিশাল থানার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতার ও প্রকৃত রহস্য উদঘাটন । কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হাসান হত্যা মামলার ঘটনায় জড়িত আসামীদ্বয়কে গ্রেফতার ও রহস্য উদঘাটন করা। চোরাই মোবাইল উদ্ধার অভিযানে বিভিন্ন ব্যান্ডের ১৫টি চোরাই মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর। এসব বিষয়ে জেলা গোয়েন্দো শাখা(ডিবি’র) ভালো পারফরমেন্সের জন্য অফিসারগণ পুরস্কারপ্রাপ্ত হন। যারা পুরস্কৃত হয়েছেন জেলা গোয়েন্দো শাখা( ডিবি’র ) ময়মনসিংহ এর অফসিার-ইনর্চাজ মোঃ ফারুক হোসেন, এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন, এসআই (নিঃ) রেজাউল আমীন র্বষন, এসআই (নিঃ) পরিমল চন্দ্র সরকার, এসআই (নিঃ) আল্লামা ইকবাল কবির সম্রাট,এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী, এসআই (নিঃ) মোঃ আব্দুল জলিল, এসআই (নিঃ) রূপন কুমার সরকারকে মাসিক ক্রাইম কনফারেন্স মে/২০২৪ মাসে আইজিপি এবং পুলিশ সুপার ময়মনসিংহ কর্তৃক বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেন ।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ রায়হানুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),ক্রাইম এন্ড অপস্ মোঃ শামীম হোসেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),ডিএসবি ফাল্গুনী নন্দী (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)প্রমুখ।একই দিনে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ময়মনসিংহ অফিসার-ইনচার্জ, মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে জেলার গোয়েন্দা পুলিশের একক অভিযানে স্মরণকালের সবচেয়ে বড় সাফল্য অর্জন। ০১টি পিস্তল, ০৩টি রিভলবার, ৪৭ টি ককটেল, ০৩টি দেশীয় ধারালো অস্ত্র, ২৭৯ নেশাজাতীয় ইনজেকশন ও ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারে ঘটনায় গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক ০২টি মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ এর গত ১১ জুন ১০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)তে কর্মরত এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল, এসআই(নিঃ) মোঃ রেজাউল আমীন বর্ষন, এএসআই(নিঃ) মোঃ মিলন হোসেন, এএসআই(নিঃ) মোজাম্মেল হোসেন, এএসআই(নিঃ) শাহীন মিয়া ও সংগীয় ফোর্সসহ একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অভিযান পরিচালনা করে।
এ জাতীয় আরো খবর..