×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৬
  • ৭৫ বার পঠিত
শায়েক আহমদ কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন ঝিলংজা ইউনিয়নের ২নং দক্ষিণ ডিক্কুল এলাকায় পাহাড় কেটে বাড়ী তৈরীর অভিযোগ উঠেছে নুরুল ইসলামের বিরুদ্ধে। 

দক্ষিণ ডিক্কুল এলাকা সরেজমিনে গিয়ে দেখা যায় যে, নুরুল ইসলামের বসতভিটার পিছনে বনবিভাগের আওতায় থাকা পাহার কেটে বাড়ী তৈরীর করার জন্য তোরজোর শুরু করেছে। এসময় দেখা যায় নুরুল ইসলাম নিয়মনীতির তোয়াক্কা না করে প্রায় ৮-১০ শতাংশ পাহাড় কেটে সমতল ভূমিতে পরিনত করেছে এতে চরম হুমকির মুখে পড়েছে আশেপাশের বাসিন্দারা। 

খোঁজ নিয়ে জানা যায়, নুরুল ইসলাম দক্ষিণ বনবিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের চোখ কে ফাঁকি দিয়ে দিন-রাত চালিয়ে যাচ্ছে তার পাহাড় নিধনের কর্মযজ্ঞ। তার এমন কর্মকান্ডের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতেও সাহস পায়না যার কারণে সে পাহাড় নিধনে আরও বেপরোয়া হয়ে উঠছে। 

নুরুল ইসলামের পাহাড় কাটার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক তার এক প্রতিবেশী বলেন, সে তার নিজ বাড়ীর পিছনে সরকারি পাহাড় কেটে সাবার করে দিচ্ছে শুনেছি পাহাড় কেটে এখানে সে বাড়ী নির্মান করবে।তার ভয়ে এলাকার মানুষ কিছু বলতে সাহস পায় না বলে জানান এই ব্যক্তি।

পাহার কাটার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, আমি রাস্তা প্রশস্ত করার জন্য স্থানীয় মেম্বার মিজান শিকদারের নিকট হতে অনুমতি নিয়েই পাহাড় কাটছি বলে জানান তিনি। 

এই বিষয়ে জানতে চাইলে ঝিলংজা ইউপি সদস্য মিজান শিকদার বলেন আমি তাকে এমন বেআইনি কাজ করার জন্য কোন ধরনের অনুমতি দেইনি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন এই ইউপি সদস্য। 

বনবিভাগের আওতাধীন উক্ত পাহাড় কাটার বিষয়ে জানতে চাইলে দক্ষিণ বনবিভাগের বিট অফিসার আব্দুস সালাম বলেন, পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করার বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি। যদি এই ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে অভিযুক্ত নুরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat