স্বাধীনবাংলা,
নিউজ ডেস্কঃ
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। মাহবুবে আলম দীর্ঘ সময় ধরে দেশের এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। সরকারের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল মাহবুবে আলম রবিবার ঢাকায় মারা গেছেন।
তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাহবুবে আলম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার অবস্থা ছিল বেশ সংকটজনক। একই সঙ্গে তিনি আরও অনেক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
দেশে এমন এক সময় এটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন যখন যুদ্ধাপরাধীদের বিচার এবং বিচার বিভাগকে ঘিরে নানা বিতর্কের কারণে সারাক্ষণই তার দপ্তর ছিল গণমাধ্যমের মনোযোগের কেন্দ্রে। এটর্নি জেনারেল হিসেবে সবসময় মিডিয়ার স্পটলাইটে ছিলেন মাহবুবে আলম।
তিনি দীর্ঘকাল একজন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নেতৃত্বও দিয়েছেন। ২০০৯ সালে তিনি এটর্নি জেনারেল নিযুক্ত হন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।