×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে নৈরাজ্য সৃষ্টি করে --আমীর খসরু মাহমুদ চৌধুরী শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ। কুড়িগ্রাম জেলায় টি আর সি পুলিশ পদে চুড়ান্ত ফলাফল প্রকাশ। ম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা। সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৩
  • ২০৪ বার পঠিত
মোঃ শরীফ আহমেদ নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে মারধর নারীসহ আটজন  আহত হয়েছে। 

ঘটনাটি ঘটেছে ২২শে মার্চ সন্ধ্যায়   উপজেলার সদর ইউনিয়নের সান্তান  গ্রামে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদরে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে।

গ্রামবাসী ও আহতদের সূত্রে জানা যায়, সাগরি খাতুন (৩৬) স্বামী মোঃ নুরুল ইসলাম (৪০) দুজন দীর্ঘ দিন যাবত সংসার  করে আসছে। একই গ্রামের মোঃ আঃ রাজ্জাক (৫০) গংয়ের লোকজন  পূর্ব শত্রুতার জের ধরে তাদের উপর অতর্কিত হামলা করে মারধরে গুরতর আহত করেন এবং বসত ঘর ভাংচুর করেন। 

আহত সাগরি খাতুনের বাবার বাড়ি একই পাড়ায় হওয়াতে পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এলে। আঃ রাজ্জাক গংয়ের লোকজন ক্ষিপ্ত হয়ে লাঠি সোটা  নিয়ে, ১ কোরবান আলী (৫৫) পিতা মৃত হানিফ, ২ মোছাঃ পলি (৩০) স্বামী মোঃ আমিরুল ইসলাম, ৩ আমিরুল ইসলাম (৩৭) পিতা কোরবান আলী, ৪ মোঃ মোমিন ২৫ পিতা মোঃ আঃ জব্বার, ৫ মামুন হোসেন (৩০)  পিতা আব্দুল প্রামানিক, ৬ এনামুল হোক  পিতা মোঃ ওসমান গনী, ৭ মোঃ সজিব (২২) পিতা নজরুল ইসলাম, ৮ রফিকুল পিতা মৃত আব্দুর রহমান কে এলোপাথাড়ি মেরে আহত করেন। 

মোঃ আমিরুল ইসলাম (৩৭)  তাড়াশ থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নামিক বিবাদীগণ ১ আঃ রাজ্জাক (৫০) পিতা মৃত রেকাব আলী, ২ রাজিদুল (৩৫) পিতা মৃত  রেকাব আলী, ৩ কছের আলী (৬৫) পিতা মৃত নিমাই, ৪ মোঃ মিলন (৩৫)  পিতা রওশন আলী, ৫ মোঃ ইসাফিল (৩৩) পিতা মোঃ কছের আলী, ৬ মোছাঃ স্বপ্না খাতুন (৩০) স্বামী মোঃ মিলন হোসেন, সহ বিনামি আরো ৫ থেকে ৭ জন সর্ব সাং সন্তান।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি  মোঃ নজরুল ইসলাম জানান, একটি অভিযোগ পেয়েছি  সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat