নিজস্ব প্রতিনিধি: অতি আসন্ন গোদাগাড়ী উপজেলা নির্বাচন। উক্ত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম।
প্রথম ধাপে উপজেলা নির্বাচনের সম্ভাব্য তফসিল ঘোষণার পরেই নির্বাচনে যাওয়ার মনস্থির করেন রবিউল আলম। ৪ মে গোদাগাড়ী উপজেলা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক হওয়ার পর থেকেই জনগণের দোরগোড়ায় ঘুরে বেড়িয়েছেন রবিউল আলম। উপজেলার বিভিন্ন স্থানে ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন তিনি।ভোটারদের মতামত নিয়ে নির্বাচনী মাঠের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন বলেও জানা যায়। এভাবেই খেটে খাওয়া মানুষদের নিয়ে প্রচার প্রচারণায় ব্যাপক সারা পেয়েছেন রবিউল আলম।
জানা যায়, চেয়ারম্যান প্রার্থী রবিউল আলম পরিবারের সুত্র ধরেই জনগনের সেবা করার মনস্থির করেন।তার পিতা সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস দীর্ঘদিন জনগণের সেবা করেছেন। পরবর্তীতে বাবার নির্বাচনী এলাকা চর আলাতুলিতে তাঁর বড় ভাই জয়নাল আবেদীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।সেই সুত্রে তিনিও জনগণের সেবা করার মনস্থির করেন।
রবিউল আলম জানান, আমি জনগণের চেয়ারম্যান হিসেবে নয় সন্তান হিসেবে সেবা করতে চাই। গোদাগাড়ী উপজেলাবাসীর অধিকার ও উন্নয়ন সহ সকলের সেবা নিশ্চিত করতে চাই। নির্বাচনে অংশ গ্রহন করার উদ্দেশ্য একটাই জনগণের সেবা মুলক কাজ করা।নির্বাচনে জয়যুক্ত হলে জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবো। জীবন বাজি রেখে হলেও জনগণের সেবা দিতে সর্বাত্মক পাশে থাকবো ইনশাআল্লাহ এমনটাই প্রতশ্রুতি দেন তিনি।
এ জাতীয় আরো খবর..