নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মাঝ দিয়ে বয়ে যাওয়া খালে মাটি ফেলে ঘর নির্মাণ করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ মার্চ) বিকেলে কাজীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান, খালের ওপর স্থাপন নির্মাণ করে এবং মাটি ফেলে শ্রেণি পরিবর্তন করার অভিযোগ জানতে পেরে সৈয়দ আনোয়ার আহমেদ লিটন (৬০) নামের একজনকে আটক করা হয়। আটককৃতকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারা লঙ্ঘনের দায়ে ৫০ হাজার অর্থদণ্ড করা হয়। এছাড়া স্থাপনা সমূহ তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। পাশাপাশি খাল থেকে মাটি অপসারণ করে আগের অবস্থায় ফেরত নেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..