ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যা দেখা দেয় উত্তর ও মধ্যাঞ্চলের অন্তত ৩৩ জেলায়। দুই মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধকোটি মানুষ। মৃত্যু হয়েছে ২৫১ জনের। এ ক্ষতি কাটিয়ে ওঠার আগেই সেপ্টেম্বরের মাঝামাঝি আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহে বাড়বে নদ-নদীর পানি।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহে সারাদেশে বৃষ্টি বাড়বে। তখন গরমের মাত্রা কমে আসবে। এবার ২৬ জুন প্রথম দফায় বন্যা হয়। ১০ জুলাই দ্বিতীয় দফা, ১৯ জুলাই তৃতীয় দফা আর ১৮ আগস্ট প্লাবিত হয় উপকূলীয় এলাকা।