বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: 'স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার' এই স্লোগানে দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
আজ বুধবার (২৭ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোয়ামে এসে আলোচনা সভায় সমাবেত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌরসভার প্যালেন মেয়র আব্দুল আজাদ মন্ডল (বকুল), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ক্রমানুসারে উম্মে কুলসুম বানু, মেসবাউল ইসলাম মন্ডল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চিত্তরঞ্জন পাহান, আব্দুল মালেক মন্ডল, হুমায়ুন কবির বাদশা, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমানসহ আরও অনেকে।
এছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ও বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, সুশীলসমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, গ্রামপুলিশ সদস্যগণ, স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..