বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সভাকক্ষে এই কর্মসূচি পালিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ।
নাসরীন আফরোজ বলেন, বঙ্গবন্ধুর পরিবার জাতির জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন যা পৃথিবীর ইতিহাসে বিরল।
জাতির পিতার পরিবারকে হত্যা ও ইতিহাস বিকৃত করে স্বাধীনতা বিরোধীচক্র বঙ্গবন্ধুর চেতনাকে নস্যাৎ করার চেষ্টা করেছে বলেও তিনি উল্লেখ করেন।
এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান আরো বলেন, সৌভাগ্যক্রমে ১৫ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা বেঁচে যান। আজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এক উন্নত বাংলাদেশের দিকে।
অনুষ্ঠানে এনএসডিএর সদস্য (অতিরিক্ত সচিব) মুশরাত মেহজাবীন, সদস্য (যুগ্ম সচিব) মো. জোহর আলীসহ পরিচালক ও কর্মকর্তারা আলোচনা করেন।
সবশেষে জাতির পিতার পরিবারের সবার মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ জাতীয় আরো খবর..