×
সদ্য প্রাপ্ত:
জয়পুরহাটের আক্কেলপুরে চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্ব, মালিকাধীন গাছ কাটার অভিযোগ নবীনগরে আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করলেন ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি লোহাগাড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কুষ্টিয়ায় আবারো অশান্ত আাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ছাত্র-জনতার ছাদখোলা বাসে সাফ চ্যাম্পিয়নদের যাত্রা শুরু রাবেয়াকে হত্যার পর ধর্ষণ তিন আসামী পিবিআই হাতে গ্রেফতার দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন করার অভিযোগ এনে বিএনপির সংবাদ সম্মেলন ভেড়ামারায় দেশ নায়ক তারেক রহমান সহ দেশের সকল নেতাকর্মীর মামলা প্রত্যাহারের দাবিতে জনসভা নবীনগরে আ.মীলীগ নেতার অনৈতিক ভিডিও ভাইরাল
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ২৬ বার পঠিত
মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, নালিতাবাড়ী, শেরপুর: 
শেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আমীন মিথ্যা, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পৌর শহরের শহীদ মিনার মুক্তিযোদ্ধা মঞ্চ প্রাঙ্গণে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শহর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক মেয়র ভিপি আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব  উপজেলা বিএনপির একাংশ এই সংবাদ সম্মেলন করেন। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দুলাল হোসেন এর সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আমীন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা ও সহকারী কমিশনার (ভুমি) মো. আনিসুর রহমানের অপসারণের দাবি জানান এবং স্থানীয় কয়েকজন বিএনপি নেতা চাঁদাবাজীতে লিপ্ত রয়েছেন বলে উল্লেখ করেন। এ ছাড়াও দলের কারও সঙ্গে যোগাযোগ না করে এককভাবে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে গত ২৭ অক্টোবর বিক্ষোভ কর্মসুচী ঘোষণা করেন। একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা অবৈধভাবে বালু উত্তোলনের পক্ষে ও বিপক্ষে বালু উত্তোলনকারীদের সমাবেশ হওয়ার কথা গোপনে জানতে পেরে ওই সমাবেশকে ঘিরে শহরে ১৪৪ ধারা জারি করেন। ফলে ওই কর্মসুচী ও একই দিনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচীও বন্ধ হয়ে যায়। এতে তিনি দলের ইমেজ ক্ষুন্ন করেছেন। তারা জানান, উপজেলা প্রশাসনকে আমাদের প্রতিপক্ষ বানিয়েছেন নুরুল আমীন। কেন্দ্রীয় বিএনপির ঘোষণা অনুযায়ী প্রশাসনের সঙ্গে কোন প্রকার বৈরিতা নয়, বন্ধুত্বের মাধ্যমে আমরা কাজ করতে চাই। তিনি দলীয় সীমা লংঘন ও দলকে যে ইমেজ সঙ্কটে ফেলেছেন এজন্য আমরা জেলা বিএনপির নেতাকর্মীদের কাছে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আমীন সম্প্রতি বিএনপির নামে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে ও মনগড়া কর্মসুচী ঘোষণা করেন। এতে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করা হয়েছে। পরবর্তীতে এমন মনগড়া কর্মসুচী গ্রহনের দুঃসাহস দেখালে তার বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

এসময়  আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ওসমান গনি, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম, শহর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রিপন তালুকদার, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, শেখ মোঃ কাঞ্চন, মানিক মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ সামাদ, ছাত্রদলের সভাপতি আপন সরকার, যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার , করুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, কলসপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম সহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

এ বিষয়ে জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ নুরুল আমিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন সেদিন আমার সংবাদ সম্মেলনটি সঠিক এবং যৌক্তিক দাবি ছিলো। আর বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবীতে বিক্ষোভ আমি এককভাবে কোন সিদ্ধান্ত নেইনি। যদিও দলীয়ভাবে পরবর্তীতে এই দাবিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তাই পরবর্তীতে আমরা কোন আন্দোলন এর ডাক দেয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামিদের নিয়ে উপজেলায় মাসিক সমন্বয় সভা করার প্রতিবাদে আমরা ইউএনও’র অপসারণ চেয়েছি। আজকে দলের আরেক অংশের সংবাদ সম্মেলনটি ভিত্তিহীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat