এম মোহাম্মদ ওমর, শরনখোলা প্রতিনিধি:
বাগেরহাটে শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ও বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে দুই মাদক সেবীকে আটক করেছে। ৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার রাজাপুর ও কদমতলা এলাকায় সেবন কালে তাদের আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় জানা যায়, শরণখোলায় মাদক সেবীরা বিভিন্ন জায়গায় মাদক পান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ও বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম যৌথ অভিযান চালিয়ে উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত হেমায়েতের পুত্র আব্দুল সাত্তার হাওলাদার (৪০) ও রতিয়া রাজাপুর গ্রামের আলমগীর জমিদারের পুত্র মোহাম্মদ রিগান জোমাদ্দার (৩৬) কে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। পরে গাঁজা সেবীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় নিয়ে আসা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইলকোর্টের মাধ্যমে মাদক সেবীদের এক মাসের জেল ও অর্থদণ্ড জরিমানা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমার সিংহ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের উপরিদর্শক আমিরুল ইসলাম বলেন, শরণখোলা বিভিন্ন জায়গায় কিছু মাদক সেবী গোপনে মাদক সেবন করছে এবং সংবাদে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
এ জাতীয় আরো খবর..