×
সদ্য প্রাপ্ত:
লাখো মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিন্দ্রায় সমাহিত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী ফেনীতে জুয়া'র টাকার জন্য শিক্ষার্থীর হাতে গৃহকর্মী খুনঃ গ্রেপ্তার আসামি গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩০০ কম্বল পেলেন শীতার্ত মানুষ কয়রায় মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা, বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক রাণীনগরে রূপালী ব্যাংকে মতবিনিময় সলঙ্গায় ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদণ্ড ২০২৫ সালের প্রথম মাসে গণমানুষের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার ঠাকুরগাঁওয়ে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অভিযোজন অধিকার অংশীজন সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরা সদরের ধুলিহরে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে শীতার্ত মাঝে শীত বস্ত্র বিতরন ১০ বছরেও ঢাকায় যায়নি, ৭৭ বছর বয়সি বৃদ্ধসহ একই পরিবারের তিনজন ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী
  • প্রকাশিত : ২০২৫-০১-০৮
  • ১৪ বার পঠিত
এএসএম হারুন 
ফেনী পৌরসভার ৩ নং ওয়ার্ড সহদেবপুরে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনায় মনছুর মিয়ার কলোনি পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার সন্ধ্যায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে, টিনশিডের কলোনি হওয়ায় মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সব পুড়ে ছারখার হয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছু বুঝে উঠার আগেই গ্যাসের লিকেজ থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অন্তত ৪০ টি পরিবারের আসবাবপত্র সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। 

হাজেরা আক্তার নামে কলোনির এক বাসিন্দা জানায়, আমরা সবাই দিনমজুর, দিনে এনে দিনে খাই। আল্লাহর রহমতে আমরা প্রাণে বেঁচে গেলেও নিজেদের জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারিনি। আজ থেকে খোলা আকাশের নিচে থাকতে হবে বলে জানান তিনি।
করিম নামে স্থানীয় এক যুবক বলেন, আগুন লাগার সংবাদ শুনেই এলাকাবাসী ছুটে আসে। পাশের জলাধার থাকে আমরা অনবরত পানি ঢেলেও নিয়ন্ত্রণে আনতে পারিনি। তবে ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নিভানো সম্ভব হয়েছে। নাহয় আশেপাশের ভবনও ক্ষতিগ্রস্থ হতো।

ফেনী মডেল থানার এসআই (উপপরিদর্শক) আনোয়ার হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়েই শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা কাজ করেছি। উৎসব জনতার ভিড় সামলাতে কিছুটা হিমশিম খেলেও স্থানীয়রা আন্তরিক ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এই বিষয়ে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন (পাশা) বলেন, কলোনিতে অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের ইউনিট ছুটে যায়। পাশে জলাশয় থাকায় সেখান থেকে পানি সংগ্রহ সহজতর হয়েছে। কীভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে সেটি এখনো বলা যাচ্ছে না বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat