×
  • প্রকাশিত : ২০২৫-০১-০৬
  • ২৭ বার পঠিত
একসময় জাতীয় দলের ভবিষ্যৎ তারকা ভাবা হতো মোসাদ্দেক হোসেন সৈকতকে। তবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দল থেকে ছিটকে গেলে আর ফেরা হয়নি। চলমান বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেও ছিলেন অবিক্রিত ছিলেন। তবে টুর্নামেন্টের মাঝপথে দল পেলেন এই ডান হাতি অলরাউন্ডার।



আসিফ হোসেন ইনজুরিতে পড়ায় মোসাদ্দেককে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। সোমবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি।


জাতীয় দলের বাইরে থাকলেও খেলার মধ্যেই ছিলেন মোসাদ্দেক। গত আগস্টে পাকিস্তানে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজে খেলেছিলেন এই অলরাউন্ডার। সদ্য শেষ হওয়া লঙ্কা টি-টেনের চ্যাম্পিয়ন দল বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। এ ছাড়াও বিপিএলের ঠিক আগ মুহূর্তে অনুষ্ঠিত হওয়া জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতেও খেলতে দেখা গেছে তাকে।


বিপিএলের এবারের আসরে অংশ নিয়ে একের পর এক চমক দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস। যদিও নিজেদের প্রথম জয় এখনও তুলে নিতে পারেনি দলটি। টানা তিন হারে বিপিএলের প্রথম পর্ব শেষ করেছে ঢাকা।


পয়েন্ট টেবিলে সাত দলের মধ্যে তারা আছে ষষ্ঠ স্থানে। আগামীকালে সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে খেলতে নামবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের এই দলটি।


বিপিএলের শুরু থেকে প্রায় সব আসরেই খেলেছেন মোসাদ্দেক। তার অফ স্পিন বোলিং বাংলাদেশের উইকেটগুলোতে কার্যকর, সেই সঙ্গে মিডল অর্ডারে তার ব্যাটিংও জুতসই এসব আসরে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মোসাদ্দেকের। তাতে ২১০৮ রান ও ৬৪ উইকেট আছে এই ডানহাতির।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat