জেলার বাহুবলে আজ একটি নির্মাণাধীন ফ্যাক্টরীতে গ্যাস বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। আহতদের সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে তাৎক্ষনিক দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো মিজান গাজী (৩৫) ও মাহফুজ (৩০)।
মঙ্গলবার বেলা ৯টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, জেলার বাহুবল উপজেলার ডুবাই এলাকায় আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার লিমিটেডের ভিতরে সকাল ৯টার দিকে গ্যাস সাবস্টেশন লাইনে কাজ করার সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দে আশপাশের এলাকা কম্পিত হয়ে উঠে।
এতে ঘটনাস্থলেই প্রকৌশলীসহ ২ জন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেটে নেয়ার পথে আরও ২ জন মারা যায়।
আহত তিন জনের চিকিৎসা চলছে। খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।