মোঃ নাজমুল হুদা, লামাঃ
বান্দবানের লামায় নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। লামা উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে অর্পিতা সুশীল (১৪) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মাতামুহুরী নদীর মিশন ঘাটের চতরমাল্লার কুমে গোসল করতে নামলে পানিতে ডুবে নিখোঁজ হয় সে।
নিখোঁজ অর্পিতা সুশীল পৌর এলাকার মিশন গেইট পাড়ার বাসিন্দা স্বপন সুশীলের মেয়ে ও বিলছড়ি হেব্রণ খ্রিষ্টান বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী ছিল।লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সূত্র জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অর্পিতা সুশীলসহ চার বান্ধবী নদীর মিশন ঘাটে গোসল করতে যান। এ সময় তিনজন গোসল শেষে নদীর তীরে উঠলেও অর্পিতা অসতর্কতাবশত ঘাটের চতরমাল্লা কুমে পড়ে গেলে স্রোতের টানে ডুবে যান। খবর পেয়ে ফায়াার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ অর্পিতা সুশীলকে উদ্ধার সম্ভব হয়নি।
লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন কর্মকর্তা মো. আবদুল্লাহ জানান, অর্পিতাকে উদ্ধার করতে অভিযান অব্যাহত আছে।
এ জাতীয় আরো খবর..