মোঃ সোহেল রানা, রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
কনকনে শীতে কাঁপছে বাংলাদেশের উত্তরবঙ্গ, সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশাযর চাদরে ঢাকা। সন্ধ্যা থেকে রাত অবধি হাড় কাঁপানো ঠান্ডা। ছবি গুলো রাজশাহী রেল স্টেশন ও মেট্রোপাল্টা এলাকার।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজকের রাজশাহী বিভাগে শুক্রবার সকাল ৮টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রী সেঃ, সারা দিনে তাপমাত্রা সর্বোচ্চ ২১.২ ডিগ্রি সেঃ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কনকনে শীতে কাঁপছে রাজশাহী সহ বাংলাদেশের উত্তরবঙ্গ অঞ্চল।
দিন দিন শীতের প্রকোপ বাড়তে থাকাই দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও নিম্নের মানুষ। কনকনে শীত আর ঘন কুয়াশায় জনপদ জবুথবু অবস্থা। কয়েক দিক থেকে শীতে জেকে বসেছে রাজশাহী সহ উত্তরবঙ্গ, ঘন কুয়াশার কারণে রাস্তায় বেড়ে চলেছে দুর্ঘটনা। সময় মতো দূরপাল্লর যানবাহন গুলো পৌঁছাতে পারছ না গন্তব্যে।
আয় রোজগার কমে যাওয়ায় খুব কষ্টের দিন অতিবাহিত করছে দিনমজুর, খেটে খাওয়ার শ্রমিক পরিবারগুলো। এদের নেই কোন শীতের গরম কাপড় আবার একটু রাত বাড়তেই ঘুমানোর জন্য ঠাঁই নিতে হয় ফুট, রেল স্টেশনে গুলোতে। কুয়াশা ও ঠান্ডায় কাবু হয়ে পড়ে মানুষগুলো, অতি দরিদ্র মানুষ গুলো ঠান্ডায় ও কুয়াশায় খুব কষ্টে জীবন যাপন করছে।
এই দরিদ্র মানুষ গুলোর দিকে লক্ষ্য রেখে সমাজের সচেতন মানুষ, সমাজসেবী ও দেশের সরকারী প্রতিষ্ঠানগুলো শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে তাদেরকে শীতের কষ্ট লাঘবে পাশে দাঁড়ানো খুব জরুরি হয়ে পড়েছে।
এ জাতীয় আরো খবর..