×
সদ্য প্রাপ্ত:
রাজস্থলীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গাইবান্ধায় জেলা ছাত্রদলের টি টেন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ঠাকুরগাঁওয়ে শীতে মাঠঘাট শুষ্ক থাকায় পশুখাদ্যের সংকট চরমে মধ্যনগরে দুই কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কমলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত আমতলীতে ১৬ টি প্রতারণা মামলার আসামী ভন্ড দরবেশ ফারুক গ্রেপ্তার শাহজাদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে কম্বল বিতরণ কমলগঞ্জে তীব্র শীতে কাপড়ের দোকানে বাড়ছে ভিড় সব সময়ই পত্র-পত্রিকা এমনকি টিভি চ্যালেনের শিরোনামে থাকে ব্রাহ্মণবাড়িয়ার সংর্ঘষের খবর আহত ২০ কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার চাদরে উত্তরবঙ্গ
  • প্রকাশিত : ২০২৪-১২-৩০
  • ২৭ বার পঠিত
‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে অগ্নিকান্ডে নুরল ইসলাম (৫৯) নামে এক ব্যবসায়ীর প্রায় ২০লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। রোববার রাতে উপজেলার রাতোয়াল বাজারে মেসার্স সরদার ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ব্যবসায়ী নুরল ইসলাম ওই বাজারের আয়চান সরদারের ছেলে।
‎নুরল ইসলাম জানান,রোববার সারাদিন তার নিজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে কাজ শেষে দোকান ও গুদাম ঘরে তালা দিয়ে বাসায় যান। এর পর রাত অনুমান পৌনে ১০টা নাগাদ হঠাৎ করেই বাজারের লোকজন দোকানে আগুন দেখে হৈ চৈ শুরু করে। এসময় দৌড়ে বাসার বাহিরে এসে দেখতে পান তার প্রতিষ্ঠানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যর্থ হয়ে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্র করে। আগুনে দোকানের কিটনাশক মালামাল,গুদামের রাসায়নিক সার,ধানসহ বিভিন্ন আসবাবপত্র ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করেন তিনি। কেউ আগুন ধরে দিয়েছে কি-না বা কিভাবে আগুন ধরেছে তা বলতে পারেননি নুরল ইসলাম। এক্ষেত্রে সাধারণ ডায়েরীতেও আগুন ধরার কারণ অজ্ঞাত উল্লেখ করেছেন এই ব্যবসায়ী।
‎রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার দেলোয়ার হোসেন জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিট নিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। তবে কিভাবে আগুন ধরেছে তার সঠিক কারন জানা না গেলেও বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারনা করছেন তিনি।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ব্যবসায়ী নুরল ইসলাম। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat