মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া সংবাদদাতাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট কেনাফ ও পাটশাকের বীজ উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করণ বিষয়ক মাঠ দিবস হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার পাখিমারায় পটুয়াখালীর পাট গবেষণা উপকেন্দ্রের উদ্যোগে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মহাপরিচালক ড. নার্গীস আক্তার।
এসময় কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাংলাদেশে পাটবীজের ঘাটতি রয়েছে। এ জন্য প্রতি বছর কোটি কোটি টাকার বীজ বিদেশ থেকে আনতে হয়। তবে বিজেআরআই উদ্ভাবিত প্রযুক্তিগুলোর মাধ্যমে নিজের বীজ নিজেই উৎপাদন করা সম্ভব। আর এই উপকূলীয় অঞ্চল হচ্ছে একটি সম্ভাবনাময় এলাকা। তাই নিজের এবং দেশের স্বার্থে পাটবীজ উৎপাদন করা দরকার। এতে আপনারা লাভবান হবেন। পাশাপাশি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে।’
বিজেআরআই’র খামার ব্যবস্থাপনা ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. লুুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম মোস্তাফা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম শাহাদাৎ হোসেন, মৃত্তিকা বিজ্ঞান শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং রসায়ন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সামিনা জাফরি।
বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আতিক হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাট গবেষণা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ আফলাতুন কবির হিমেল প্রমুখ। মাঠ দিবসে ৭০ জন কৃষক অংশগ্রহণ করেন।
এ জাতীয় আরো খবর..