মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জে পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সদর উপজেলার নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) সামনের পিঠার দোকান থেকে একটি মরদেহটি উদ্ধার করা হয়। এরপর সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার মান্নান মোল্লার ভাড়াবাড়ি থেকে আরও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।পিঠার দোকানের মালিক মো. শহিদ বলেন, রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে অপরিচিত এই ব্যক্তিকে আমার দোকানের পাশদিয়ে ঘোরাঘুরি করতে দেখেছিলাম। পরে রাত ১০টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। দোকানের চারপাশ খোলা থাকায় রাতে মনে হয় এই ব্যক্তি দোকানের ভেতরে এসে ঘুমিয়েছিল।
এ জাতীয় আরো খবর..