×
সদ্য প্রাপ্ত:
অর্থ উপদেষ্টার সঙ্গে ইআইবি ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ সঞ্চয়পত্রে বাড়ছে মুনাফার হার দাবানল ছড়িয়ে পড়ায় বাইডেনের ইতালি সফর বাতিল: হোয়াইট হাউস লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক সম্পর্কে যা জানা গেল একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন লালমনিরহাটে ঘোড়া দিয়ে চলছে হাল চাষ লাখো মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিন্দ্রায় সমাহিত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী ফেনীতে জুয়া'র টাকার জন্য শিক্ষার্থীর হাতে গৃহকর্মী খুনঃ গ্রেপ্তার আসামি গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩০০ কম্বল পেলেন শীতার্ত মানুষ কয়রায় মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা, বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক
  • প্রকাশিত : ২০২৪-১২-২৯
  • ৫০ বার পঠিত
সাগর হোসাইন,বদলগাছী,প্রতিনিধিঃ
সপ্তাহখানেক আগেও নওগাঁর বদলগাছী হাটখোলা খুচরা বাজারে ফুলকপি বিক্রি হয়েছিল প্রতি পিছ ২০-৩০ টাকা। অথচ শীতকালীন এই সবজির দাম কমে নেমেছে প্রতি পিছ ৩-৫ টাকায়। এছাড়াও সব ধরণের সবজির দামই এখন নিম্নমূখী। তবে উপজেলার সবজি চাহিদা মিটিয়ে দৈনিক প্রায় ১৫০ টন সরবরাহ হচ্ছে উপজেলার বাইরে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন তরকারির অভাব নেই। সেকারণে দামও একেবারে কমে গেছে। বদলগাছী বাজারের খুচরা তরকারি বিক্রেতা আবু হোসেন জানান, কয়েক হাট আগেও প্রতি কেজি বেগুনের দাম ছিল ৬০-৭০ টাকারও বেশি। এখন সব থেকে ভালো মানের বেগুন খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। টমেটোর কেজি ৭০ থেকে নেমে ৪০-৫০ টাকা, সীম ৪৫-৫০ টাকা, বাঁধা কপি ১৫ টাকা ও ফুলকপির প্রতি পিছ ২০ টাকা থেকে নেমে ভালো মানেরটা বিক্রি হচ্ছে জোড়া ৫ টাকায়।

পাইকারি বাজারে মূল্য আরও কম। ক্রেতা নূরে আলম বলেন, শীতকালীন সবজির বাজারে এখন স্বস্তি নেমেছে। এক মাস আগের দামের তুলনায় এখন দাম সর্বনিম্ন। আলুর দামও কমেছে কেজি বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। আরেক ক্রেতা রেজাউল ইসলাম জানান, তরকারির দাম অনেক কমে গেছে। নিম্নআয়ের মানুষরা এখন সবজি ক্রয় করে খেতে পারছেন।

বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, উপজেলায় শীতকালীন সবজির কোনো ঘাটতি নেই। বরং উপজেলা থেকে দৈনিক গড়ে শুধুমাত্র ফুলকপি ১২০-১২৫ টন বাহিরে সরবরাহ হচ্ছে। এছাড়াও বাঁধা কপি, সিমসহ নানা ধরণের সবজি ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। উপজেলায় সবজি বাজার এখন একেবারেই নিম্নমূখী। এর থেকে নিচে নামলে কৃষক ক্ষতিগ্রস্থ হবে। কৃষকও যেন ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য বাজার ব্যবস্থাপনায় মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat