×
সদ্য প্রাপ্ত:
অর্থ উপদেষ্টার সঙ্গে ইআইবি ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ সঞ্চয়পত্রে বাড়ছে মুনাফার হার দাবানল ছড়িয়ে পড়ায় বাইডেনের ইতালি সফর বাতিল: হোয়াইট হাউস লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক সম্পর্কে যা জানা গেল একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন লালমনিরহাটে ঘোড়া দিয়ে চলছে হাল চাষ লাখো মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিন্দ্রায় সমাহিত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী ফেনীতে জুয়া'র টাকার জন্য শিক্ষার্থীর হাতে গৃহকর্মী খুনঃ গ্রেপ্তার আসামি গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩০০ কম্বল পেলেন শীতার্ত মানুষ কয়রায় মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা, বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক
  • প্রকাশিত : ২০২৪-১২-২৮
  • ১৩ বার পঠিত
পরিতোষ বড়ুয়া রানা 
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ব্যবসায়ীদের জন্য তার দরজা সবসময় খোলা থাকবে। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে বাকলিয়া কে বি কনভেনশন হলে টেরিবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, "চট্টগ্রামকে একটি ব্যবসায়ীবান্ধব শহরে রূপান্তর করতে ব্যবসায়ীদের সঙ্গে কাজ করব। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নিয়ে হয়রানির শিকার যেন হতে না হয়, তা নিশ্চিত করব। ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত রাখতে চসিক সবসময় পাশে থাকবে।"

তিনি অতীতের টেরিবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন নিয়ে সমালোচনা করে বলেন, "গত ১৬ বছর ধরে বিনাভোটে সমিতি পরিচালিত হয়েছে। বৈধ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। আশা করি, তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে।"

প্রধান বক্তার বক্তব্য:
মহানগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী বলেন, "টেরিবাজার বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। সঠিক দিকনির্দেশনা পেলে ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।"

বিশেষ অতিথির বক্তব্য:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) ডিসি শাকিলা সুলতানা বলেন, "টেরিবাজারে মহিলা ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবসায়ী নেতাদের সতর্ক থাকতে হবে। প্রশাসন ব্যবসায়ীদের পাশে থাকবে।"

নবনির্বাচিত সভাপতির প্রতিশ্রুতি:
সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান বলেন, "আমাদের কমিটি একটি অরাজনৈতিক সংগঠন। মেয়াদ শেষ হলে আমরা দায়িত্ব ছেড়ে দেব। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই।"

অনুষ্ঠানের বিশেষ আয়োজন:

"ঐতিহ্যের টেরিবাজার" নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা এবং প্রয়াত ব্যবসায়ী নেতাদের স্মরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা।

মেয়র ডা. শাহাদাত হোসেন ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং টেরিবাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat