×
সদ্য প্রাপ্ত:
অর্থ উপদেষ্টার সঙ্গে ইআইবি ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ সঞ্চয়পত্রে বাড়ছে মুনাফার হার দাবানল ছড়িয়ে পড়ায় বাইডেনের ইতালি সফর বাতিল: হোয়াইট হাউস লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক সম্পর্কে যা জানা গেল একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন লালমনিরহাটে ঘোড়া দিয়ে চলছে হাল চাষ লাখো মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিন্দ্রায় সমাহিত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী ফেনীতে জুয়া'র টাকার জন্য শিক্ষার্থীর হাতে গৃহকর্মী খুনঃ গ্রেপ্তার আসামি গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩০০ কম্বল পেলেন শীতার্ত মানুষ কয়রায় মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা, বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক
  • প্রকাশিত : ২০২৪-১২-২৪
  • ১৮ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর মহিপুরে অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের শীত নিবারণে কম্বল উপহার দিয়েছে মানবিক সমাজসেবা সংগঠন। সোমবার (২৩ ডিসেম্বর) সংগঠনটির উদ্যোগে মহিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রত্যেক অসহায়, দুঃস্থ ও হতদরিদ্রকে একটি করে কম্বল উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে মানবিক সমাজসেবা সংগঠনের সভাপতি রিপন সাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নিজামউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন মহিপুর প্রেসক্লাবের সদস্য ও সংগঠনের উপদেষ্টা মাইনুদ্দিন আল আতিক, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ হোসাইন ও মহিপুর থানা যুব অধিকার পরিষদের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইমরান শিকদার, কোষাধ্যক্ষ জাহিদ জিয়া, তদন্ত বিষয়ক সম্পাদক সোহাগ হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কাওসার, সদস্য আনিচ মীর প্রমুখ।

সংগঠনের সভাপতি রিপন সাব্বির বলেন, ‘আমরা সংগঠনের সূচনালগ্ন থেকেই বিনামূল্যে ব্লাড গ্রুপিং, অসহায়, দুঃস্থ ও মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করে আসছি। তারই অংশ হিসেবে আজ ৫০ জন হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ বছর ২০০ জনকে কম্বল দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

মানবিক সমাজসেবা সংগঠনের শীত নিবারণে কম্বল উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat