শফিউল করিম সবুজ, চকরিয়া
দক্ষিণ চট্টগ্রামের সুনাম খ্যাত কক্সবাজার জেলার অন্যতম বৃত্তি ফাউন্ডেশন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা ২০২৪ এর এইবার (১৪ তম) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১ ডিসেম্বর)সকাল ১০ টায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে বেগম রোকেয়া ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ও ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন মজুমদার এর সহযোগিতা উক্ত পরীক্ষা সম্পন্ন হয়।
এদিন বেগম রোকেয়া ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় মোট ৩টি উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয় তার মধ্যে (১ম) কুতুবদিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়(২য়) চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়(৩য়) পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়
তার ধারাবাহিকতায় অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে এবার কুতুবদিয়া,টেকনাফ,
মহেশখালীসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২৫০০হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
এসময় চকরিয়া কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মশিউর রহমান (আরিফ) কেন্দ্রীয় সচিবের দায়িত্বে থেকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চকরিয়া পৌরসভা শাখার সভাপতি জনাব আরিফুল কবির।
এসময় তিনি বলেন জেলা এধরণের মেধাবৃত্তি পরীক্ষা আরো হওয়া প্রয়োজন। আমাদের শিশুরা মেধাযাচাইয়ের মাধ্যমে দেশের আগামীর সুনাগরিক হওয়া এবং নেতৃত্ব দেওয়ার ভূমিকা রাখবে। এবং উচ্চ শিক্ষা ধারপ্রান্তে পৌছানোর প্রধান কৌশল এধরণের মেধাযাচাই পরীক্ষা।
এদিন উপস্থিত অথিতি,শিক্ষক,অভিবাবক সংশ্লিস্ট বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
এ জাতীয় আরো খবর..