জাহিদ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি )
অদ্য ১৪ ডিস্বম্বর বিকেল ২.০০ ঘটুক্স্য কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সভাপতি লুৎফর রহমান বাবু, বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন প্রামাণিক এবং নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি ওয়ার্ড যুবলীগ নেতা এরশাদ আলী সহ তিন জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লুৎফর রহমান বাবু(৪২) পিতা - মৃত আব্দুল বারী, বেলাল হোসেন প্রামাণিক পিতা- মৃত আবুল হোসেন উভয়ের সাং-বড়লই, ইউনিয়ন - বড়ভিটা দ্বয় কে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার গভীর রাতে নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা এরশাদ আলী পিতা- মৃত সোহরত আলী কে গ্রেফতার করা হয়।
তারদেরকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন কর্তৃক দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৪ আগস্ট সংঘটিত হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। শনিবার বিকেলে দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত লুৎফর রহমান বাবুকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান।
এ জাতীয় আরো খবর..