স্বাধীনবাংলা,
বিশেষ রির্পোটঃ
কোভিড-১৯ সনদ দিতে বিদেশগামী ১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে নির্ধারণ করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। মঙ্গলবার, সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান। স্বাস্থ্যসচিব বলেন, ওই ১০টি প্রতিষ্ঠানে ল্যাব সুবিধা ভাল থাকায় তাদের বেছে নেয়া হয়েছে। এর আগে শুধু আইইডিসিআরকে নির্ধারণ করা হয়েছিল। তিনি আরও বলেন, আমাদের দেশে অনেক বড় বড় হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালে গিয়ে যাতে প্রবাসীরা সেবা নিতে পারে সেজন্যই তাদের অনুমোদন দেয়া হয়েছে। এগুলোতে খুব ভালো ল্যাব ফ্যাসিল্টিও আছে। মানুষ যাতে কোন প্রকার ভোগান্তির মধ্যে না পরে সেজন্য আমরা এসব পদক্ষেপ নিয়েছি।