আনিচ্ছুজ্জামান বিপ্লব, বিশেষ প্রতিনিধিঃ
পাঁচ ঘণ্টা পর গাজীপুরের কালিয়াকৈরে একটি জুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে আগুন লাগে উলুসারা এলাকার এফবি ফুটওয়্যার লিমিটেডের কারখানায়। ভবনের একপাশে জুতা তৈরির কাজে ব্যবহারের রাসায়নিক ছিল। সেখান থেকেই ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার পরপরই কারখানা থেকে শ্রমিকরা তাড়াহুড়ো করে বেরিয়ে যান। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ জাতীয় আরো খবর..