স্বাধীনবাংলা,
আন্তর্জাতিক
খবর:
নিজেদের তৈরি করোনার ভ্যাকসিন বিশ্বজুড়ে সহজলভ্য করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে আলোচনা করেছে চীন। টিকার মূল্যায়নের পর একে ডব্লিউএইচও’র জরুরি ব্যবহারের তালিকায় অন্তর্ভুক্ত করতেই এ আলোচনা বলে মঙ্গলবার সংস্থাটির একজন কর্মকর্তা জানিয়েছেন। খবর রয়টার্সের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ওষুধ ও স্বাস্থ্য প্রযুক্তিবিষয়ক সমন্বয় কর্মকর্তা বলেছেন, জরুরি ব্যবহারের তালিকাভুক্তি প্রক্রিয়ার মাধ্যমে টিকার গুনগত মান, নিরাপত্তা এবং কার্যকারিতা মূল্যায়ন করে দেখা হতে পারে। এরপরই টিকাটি আমাদের লাইসেন্সের জন্য সহজলভ্য হতে পারে।
আরোও পড়ুন: রোহিঙ্গা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দু'পক্ষের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪ ***
উল্লেখ্য,, চীনের তৈরি অন্তত চারটি ভ্যাকসিন বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ ধাপে রয়েছে। এর মধ্যে দুটি টিকা তৈরি করেছে রাষ্ট্র-নিয়ন্ত্রিত চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি)।বাকি দু’টি তৈরি করেছে সিনোভ্যাক বায়োটেক এবং ক্যানসিনো।