স্বাধীনবাংলা,বাউফল প্রতিনিধি:
বাউফলে নির্যাতনে দু সন্তানের মায়ের মৃত্যু ঘটনাটি গলায় ফাস লাগিয়ে আতœহত্যার প্ররোচনা চালিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ১ অক্টোবর উপজেলার বিলবিলাস গ্রামে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, বিলবিলাস গ্রামে মৃত্যু ছালাম খানের ছেলে, জুয়েল খানের (২৮) স্ত্রী। একই গ্রাম বিলবিলাসে, হুমায়ুন কবির সরদারের দ্বিতীয় কন্যা।
এলাকায় খোজ নিয়ে জানা গেছে, প্রায় সাড়ে চার বছর আগে শাহিনুর প্রেম করে বিয়ে করেন বিলবিলাস গ্রামের বাসিন্দা আবদুস ছালাম খানের ছেলে জুয়েলকে। তাঁদের সংসারে তিন বছরের একটি মেয়ে ও চার মাস বয়সী এক ছেলে রয়েছে। থানার ডায়রি সূত্রে জানাগেছে, বিয়ের পর থেকেই শাহীনুরকে তাঁর শাশুড়ি, ননদ যৌতুকের জন্য কারণে-অকারণে নির্যাতন করতেন। ঘটনার দিন শাশুড়ী সাথে ঝগড়ার একপর্যায়ে এ ঘটনা ঘটে।
নিহত শাহিনুর বেগমের পিতৃসূত্রে জানাগেছে, শাহিনুর মেধাবী ছিল। ডিগ্রী পাশ করেছে। সে নিজে আতœহত্যা করেনি। মাস তিন আগে শাহিনুরের সিজারের মাধ্যমে সন্তান হয়েছে। তাকে অসুস্থ শরীরে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গৃহবধূর লাশটি ময়নাতদন্তের জন্য শুক্রবার পটুয়াখালী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট দেখে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।